বৈচিত্র্যময় রং আর রূপের পসরা সাজিয়ে দাঁড়িয়ে থাকা বিশ্বের বেশ কিছু নগরী পরিচিতি পেয়েছে রঙের শহর হিসেবে! রঙিন কারুকার্য অট্টালিকা আর আলপনা এসব শহরকে করেছে বৈচিত্র্যময়। আকাশের নীলের সঙ্গে মিতালি করতে চায় কোনো কোনো শহরের অট্টালিকাগুলো। নগরীর দেয়ালে দেয়ালে লেগে আছে রঙের ছটা। বিশ্বের তেমনই কিছু রঙিন শহরের কথা তুলে ধরা হলো এখানে।

হাভানা, কিউবা
ফিদেল কাস্ত্রোর দেশ কিউবার রাজধানী হাভানার রঙিন আর বর্ণিল দেয়াল যে-কাউকে মুগ্ধ করবে অনায়াসেই।

যোধপুর, ভারত
যোধপুরকে বলা হয় ভারতের ‘ব্লু সিটি’ বা নীল শহর। নগরীর সিংহভাগ বাড়ি নীল রঙের আবরণে ঢাকা। এখানে শুভ রং মনে করা হয় নীলকে।

ভালপারাইজো, চিলি
চিলির এই শহরের সবখানেই যে রঙের ছোঁয়া। সংস্কৃতি ও স্ট্রিট আর্টের অন্যতম কেন্দ্র মনে করা হয় ‘প্যাসিফিকের রত্ন’খ্যাত এ নগরীকে।
গার্ডিয়ান অবলম্বনে