
সম্প্রতি প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের মিতু রানী কর্মকারের একক সংগীতানুষ্ঠান ‘মিতুর গান’-এর আয়োজন করা হয়।
বিকেল পাঁচটায় শুরু হয় এ আয়োজন। রবীন্দ্রনাথের ‘তোমায় গান শোনাব’ গানের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। একে একে নজরুল-মান্না দে-সঞ্জীব চৌধুরীর গানে জমে ওঠে গানের এ আড্ডা। ফাঁকে ফাঁকে চলে মিতুর সংগীতজীবনের নানা কথা। তাঁর মা গান করতেন। মায়ের কাছেই গানের হাতেখড়ি। পারিবারিকভাবেই গানের মধ্যে বড় হয়েছেন।
দর্শকসারিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ও জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধুরা। দর্শকদের অনুরোধের গানও গেয়ে শোনান মিতু। ‘ধন ধান্যে পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানের মধ্য দিয়ে শেষ হয় মিতুর গান।