রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা

ঢাকা মহানগর কমিটির সভাপতি মাহবুবা সুলতানাকে ধন্যবাদ জানাতেই হয়। সারা দেশে তিনি সাংগঠনিক সফর করে বেড়াচ্ছেন। তাঁর সফর শুরু হলো কাছের বন্ধুসভা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে। সফরসঙ্গী ছিলেন জাতীয় পর্ষদের ওমর ফারুক, তানভীন নাহার ও মহানগর সভার তাপস হালদার। এরপর গেলেন মুন্সিগঞ্জ বন্ধুসভায়। এবার তাঁর সঙ্গী হলেন জাতীয় পর্ষদের রাকিবুল হাসান।

এরপর ৩ মে ঘুরে এলেন বান্দরবান বন্ধুসভা থেকে। সফরসঙ্গী হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সহসভাপতি হোসাইন সোহাগ। তাঁদের সবাইকে অভিনন্দন। এ ছাড়া অভিনন্দন জানাই বান্দরবান বন্ধুসভাকে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ৩ মে তঁারা দিনব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। একই সঙ্গে অভিনন্দন জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভাকে—তাঁরা ৩ মে বন্ধুসভায় যুক্ত হওয়া নতুন বন্ধুদের বরণ করে নিল। এ সময় তারা আয়োজন করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও।

প্রায় একই রকম অনুষ্ঠানের আয়োজন করেছিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৩০ এপ্রিল বন্ধুরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। অভিনন্দন তঁাদেরও।

আমাদের এ সংখ্যা সাজানো হয়েছে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে। বাংলাদেশে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান—পতিসর, শাহজাদপুর, শিলাইদহের প্রসঙ্গ এসেছে। এসেছে খুলনায় তাঁর পূর্বপুরুষ এবং শ্বশুরবাড়ির কথাও। বাংলাদেশে রবীন্দ্রনাথের স্মৃিত িবজড়িত সামান্য স্থানের কথাই উঠে এসেছে। আমরা চাই এ স্থানগুলো বন্ধুরা ঘুরে আসুক সুযোগমতো। আরও চাই রবীন্দ্রনাথের পাঠকের সংখ্যাও বাড়ুক। কাল রবীন্দ্রজয়ন্তী, এ উপলক্ষে বন্ধুদের কাছে আমাদের এই প্রত্যাশা।

লেখক: সভাপতি, প্রথম আলোবন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ