রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল এডুকেশন ফেস্ট

এডুকেশন ফেস্টে উপস্থিত ছিলেন শিক্ষক ও অতিথিরা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এডুকেশন ফেস্ট। ২৫ মার্চ শুরু হয়ে উৎসবটি শেষ হয় ২৭ মার্চ। ক্যাম্পাসের এডুকেশন ক্লাব এর আয়োজক।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, ‘এ ধরনের মহৎ উদ্যোগের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবকে ধন্যবাদ। আমরা জানি বই মানুষের মনকে আলোকিত করে। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার জন্য বই পড়া খুবই দরকার। এডুকেশন ক্লাব এ ধরনের আয়োজনের মাধ্যমে বই পড়তে উৎসাহ দেয়। সমাজে জ্ঞানের বিস্তার ঘটাতে বই পড়ার বিকল্প নেই।’ অনুষ্ঠানে সভাপতি ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় যে জ্ঞান আহরণের জায়গা, তা এ রকম ফেস্টের মাধ্যমে উঠে আসে। আমরা জানি আমাদের স্বপ্ন উঠে আসে বই থেকে, ঠিক একইভাবে আর স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখে বই। তাই বই পড়ার ও জ্ঞান আহরণের এ ধরনের আয়োজন খুব গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি।’

তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। ফেস্টটির সহযোগিতায় ছিল প্রথম আলো। এ ছাড়া ইলেকট্রনিক মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন ও স্ন্যাক্স পার্টনার—প্রাণ ডাল।

উৎসবের বুক কর্নারে অংশ নেয় দ্য ইউনিভার্সিটি প্রেস লি. (ইউপিএল), কথাপ্রকাশ, এশিয়া পাবলিকেশন, কাকলী প্রকাশনী, প্রথমা প্রকাশন, নিমফিয়া পাবলিকেশনস, কথামেলা প্রকাশন, র‌্যামন পাবলিশার্স, অয়ন প্রকাশন, ম্যাজিক লণ্ঠন ও নির্বাণ। হায়ার স্টাডিজ কর্নারে অংশ নেয় আমেরিকান কর্নার রাজশাহী, প্রজেক্ট হেডওয়ে, মেন্টরস, প্রিমিয়ার ব্যাংক ও ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব লিডারশিপ ম্যানেজমেন্ট।