শহীদ মিনারে বিজয়ের কবিতা

ডিসেম্বর মাসে দেশব্যাপী ‘বিজয়ে আবৃত্তি’ শিরোনামে কবিতা পাঠের আয়োজন করছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এর ধারাবাহিকতায় ২৪ ডিসেম্বর নগরে বসে সংগঠনের কবিতা পাঠের আসর। কবিতায় উঠে আসে যুদ্ধ, দ্রোহ, আত্মত্যাগ ও বিজয়ের কথামালা।
বিকাল সাড়ে চারটায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় এ আয়োজন। শুরুতেই ছিল আলোচনা সভা। সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রণজিৎ রক্ষিতের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন মুক্তিযোদ্ধা ও লেখক সিরু বাঙালি।
বেগম মুশতারি শফী বলেন, ‘স্বাধীনতার এত বছর পরও আমাদের তরুণদের সংগ্রাম চালিয়ে যেতে হয় তাদের অধিকারের জন্য, জীবনের নিরাপত্তার জন্য। মৌলবাদ-জঙ্গিদের উলঙ্গ আস্ফালনের কারণে এ দেশে তরুণ প্রজন্মকে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে।’
আয়োজনে একে একে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক আবৃত্তি কুঞ্জ, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ ও তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এ ছাড়াও একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, রাশেদ হাসান, মাহবুবুর রহমান, সেলিম রেজা প্রমুখ।