শাড়িতে নতুন তাছলিমা

তাছলিমা আক্তার
তাছলিমা আক্তার

তাছলিমা আক্তার চট্টগ্রামে বেড়ে উঠেছেন, কিন্তু এখন তাঁর কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতালে অপটোমেট্রিস্ট হিসেবে কাজ করছেন। রোগী দেখা আর পড়াশোনায় ডুবে থাকা তাছলিমা ভালোবাসেন ভ্রমণ করতেও। 

নতুন আমি বিভাগের ছবি তোলার আগে আশ্চর্যজনক একটা তথ্য দিয়েছেন নিজের সম্পর্কে। ‘আমি কখনো শাড়ি পরিনি। কখনোই না। সালোয়ার-কামিজই বেশি পরা হয়। তাতেই স্বচ্ছন্দ আমি।’ বলছিলেন তাছলিমা। সাধারণত বাঙালি মেয়েরা বিভিন্ন উৎসব-পার্বণে শাড়ি পরেন। কিন্তু ২৫ বছর বয়সী তাছলিমা এ পর্যন্ত কোনো দিন শাড়িই পরেননি। পারসোনার পরিচালক নুজহাত খান তাঁকে সাজানোর সময় সিদ্ধান্ত নিলেন, পোশাকেই পরিবর্তন এনে সাজাবেন। 

জীবনে প্রথমবার শাড়ি পরলেন তাছলিমা
জীবনে প্রথমবার শাড়ি পরলেন তাছলিমা

নুজহাত খান বলেন, ‘তাছলিমা যেহেতু কখনো শাড়ি পরেননি, তাই আমরা তাঁকে শাড়ি পরিয়েছি। ঐতিহ্যবাহী জামদানি শাড়ির সঙ্গে চাপারঙা ত্বকে খুব অল্প মেকআপ দিয়ে সাদামাটা সাজ দেওয়া হয়েছে। চোখে গাঢ় কাজলের কাজ কিন্তু ঠোঁটে ন্যুড লিপস্টিক।’ লম্বা, সোজা চুলে এ কপাশে সিঁথি করে খেজুর বেণি করে দেওয়া হয়েছে। খুব সাধারণেই অনেক ভালো লেগেছে তাছলিমাকে। 

কেমন লেগেছে তাছলিমা আক্তারের? তিনি বললেন, ‘খুব ভালো। নিজেকে নতুনভাবে দেখলাম।’ 

গ্রন্থনা: সৈয়দা সাদিয়া শাহরীন

সাজ: পারসোনা

শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির