সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ ডাক বিভাগ
পদের নাম: পোস্টাল অপারেটর।
পদের সংখ্যা: ৩০।
বয়স: ০১-১০-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ১০,৪৫০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ। কম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যেসব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন: ঢাকা (উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনভুক্ত এলাকা ব্যতীত) গাজীপুর, নারায়ণগঞ্জ (সিটি করপোরেশনভুক্ত এলাকা ব্যতীত) নরসিংদী, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে কম্পিউটার থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত আবেদনপত্রের ছকটি A4 সাইজের কাগজে কম্পিউটার কম্পোজ করে শূন্যস্থানসমূহ স্বহস্তে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র জিইপি/রেজিস্ট্রি ডাকযোগে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, পোস্টমাস্টার জেনারেল-এর কার্যালয়, কেন্দ্রীয় সার্কেল, ডাক ভবন, ঢাকা-১০০০ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের খামের ওপর নিজ জেলা ও আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকার ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। ট্রেজারি চালানের কোড নম্বর ১-৫৪৩১-০০০০-২০৩১।
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০১৫।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (শুধু মুক্তিযোদ্ধা কোটা)।
পদের সংখ্যা: ৯।
বয়স: ৩০ নভেম্বর ২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন: ৮,০০০-১৬,৫৪০ টাকা।
যোগ্যতা: সিভিল/যান্ত্রিক/তড়িৎ/পাওয়ার/সার্ভে বিষয়ে ডিপ্লোমা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ফরমে সচিব, বিএডিসি, কৃষি ভবন (১১ তলা), ৪৯-৫১, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা বিএডিসির ওয়েবসাইটে (www.badc.gov.bd) পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি ৫x৫ সেমি সাইজের এবং এক কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের অনুকূলে সোনালী ব্যাংক, কৃষি ভবন শাখা, ঢাকার বরাবর যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) দাখিল করতে হবে। আবেদনপত্রের খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০১৫।
সূত্র: ১২ নভেম্বরের প্রথম আলো, পৃ: ৫।
ওয়ালটন
পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ১৫০।
যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/পাওয়ার/রেফ্রিজারেটর অ্যান্ড এসি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
অভিজ্ঞতা: প্রার্থীকে ইংরেজিতে কথা বলায় পারদর্শী হতে হবে। কম্পিউটার পরিচালনা (অফিস অ্যাপ্লিকেশন যেমন: এমএস ওয়ার্ড, এক্সেল), ই-মেইল, ইন্টারনেটের ওপর দক্ষতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
আবেদনের ঠিকানা: যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সিনিয়র সহকারী পরিচালক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, ২২৪/বি খিলগাঁও, চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯ এই ঠিকানায় আবেদন করতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০১৫।
সূত্র: ১৫ নভেম্বরের প্রথম আলো, পৃ: ১৩।
SEHEO/সিও (বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা)
পদের নাম: শাখা ব্যবস্থাপক।
পদের সংখ্যা: ১৫।
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৭,৫০০ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, দুই কপি রঙিন ছবি, মোবাইল নম্বরসহ নির্বাহী পরিচালক, SEHEO/সিও, প্রধান কার্যালয়, ভাই ভাই কটেজ, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণের আগে ৩০০ টাকা সিওর অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখায়, হিসাব চলতি-০০১০৩৭০৭৪ নম্বরে ড্রাফট করতে হবে। মোবাইল: ০১৭১১০৫২৭৫১।
আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০১৫।
সূত্র: ১৪ নভেম্বরের প্রথম আলো, পৃ: ১৫
ব্র্যাক
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার।
বয়স: সর্বোচ্চ ৩৮ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা।
যোগ্যতা: স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পেশায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার চালনায় দক্ষতা আবশ্যক।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং EN-631115 উল্লেখ করতে হবে। ব্র্যাকের সাবেক কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০১৫।
সূত্র: ১৩ নভেম্বরের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ: ১।
ডিজাইনার ফ্যাশন লিমিটেড
পদের নাম: ব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপক (IT)
যোগ্যতা: ডিপ্লোমা/বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে তিন থেকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত এইচ আর ডিপার্টমেন্ট, বেঙ্গল হাউস, ৭৫ গুলশান অ্যাভিনিউ, গুলশান-১ ঢাকা-১২১২ এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০১৫।
সূত্র: ১৩ নভেম্বরের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ: ৪।
পপুলামেডিকেকলেহাসপাতাল
পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা।
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
বেতন: কলেজের চাকরিবিধি অনুযায়ী।
আবেদনের ঠিকানা: প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, টেলিফোন/মোবাইল নম্বরসহ খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক বাড়ি নম্বর-৭, রোড নম্বর-২, ধানমন্ডি, ঢাকা-১২০৫, ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ নভেম্বর ২০১৫।
সূত্র: ১৩ নভেম্বরের প্রথম আলো।