সবাই আমার ছেলে

>এ বছর মা দিবসের একটি বিজ্ঞাপনচিত্রে ছেলেদের নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রিকেট তারকাদের মায়েরা। ছেলেরা সবাই এখন বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে। মায়েরা জানাচ্ছেন সেই বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার অভিজ্ঞতা। আর সঙ্গে রইল মায়েদের শুভকামনা। এই মায়েদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা লিখেছেন সেই বিজ্ঞাপনের নির্মাতা।
রুবেল হোসেনের মা মিনারা বেগম ।   ছবি: সংগৃহীত
রুবেল হোসেনের মা মিনারা বেগম । ছবি: সংগৃহীত

সব মা-বাবা চান সন্তান বড় হোক, ভালো করুক। মা হিসেবে ছেলে ভালো করলেই ভালো লাগে। ছেলের জন্য আজ সবাই আমাদেরও নতুন করে চেনে। আমার ছেলে ক্রিকেটার, আমি রুবেলের মা, এই পরিচয়টা খুব ভালো লাগে।

প্রথমবার বিজ্ঞাপনচিত্রে

আমি তখন ঢাকায়, রুবেলের বাসায়। ওরা (বিজ্ঞাপননির্মাতারা) প্রথম রুবেলের বাবার সঙ্গে কথা বলে। তাঁর কাছ থেকে ঠিকানা নিয়ে মিরপুরে রুবেলের বাসায় যায়। সেখানেই ওদের সঙ্গে কথা হয়, ভিডিও করে। রুবেল খেলোয়াড় হিসেবে পরিচিত হওয়ার পর বিভিন্ন সময় টিভিতে ক্যামেরার সামনে কথা বলেছি। তবে মা দিবসে, মা হিসেবে কথা বলার অনুভূতিটা অন্য রকম। আর বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে এবারই প্রথম। তারা বেশ কিছু প্রশ্ন করে, রুবেলের জন্ম, ছেলেবেলায় কেমন ছিল—এই সব নিয়ে। আগের সব কথা তো মনে নেই। তবে ছোটবেলা থেকেই রুবেলের খেলাধুলায় বেশি আগ্রহ। স্কুল থেকে খেলতে চলে যেত। সব খেলাই খেলত, তবে বেশি ঝোঁক ছিল ক্রিকেটে। আমরা অবশ্য পড়ায় বেশি মন দিতে বলতাম। তবে ওকে টানত ক্রিকেট।

যখন তারা বিজ্ঞাপনের জন্য বাসায় আসে, তার আগেই রুবেল বিশ্বকাপে অংশ নিতে দেশের বাইরে গেছে। পরে টিভিতে সেই বিজ্ঞাপন দেখেছি। ভালো লেগেছে। মা হিসেবে কথা বলতে গিয়েও খুশিতে ওই দিন চোখ ভিজে এসেছিল।

সবাই আমার ছেলে

ওরা সবাই ভালো খেললেই ভালো লাগে। শুধু রুবেল নয়, ওরা সবাই আমার ছেলে। আমি সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি। রুবেল ভালো খেললে, উইকেট পেলে যেমন ভালো লাগে, সবাই ভালো খেললেও খুব ভালো লাগে।

বিশ্বকাপে সন্তানদের জন্য শুভকামনা

রুবেল হোসেন
রুবেল হোসেন

রুবেল এবারও বিশ্বকাপে খেলছে। সব সময় দোয়া করি, ওরা সবাই ভালো করুক। শুধু আমার ছেলের জন্য নয়, ওদের সবার জন্য দোয়া করি। মা হিসেবে ছেলেরা ভালো করলেই ভালো লাগে। সবাই ভালো খেলে যেন এবার বিশ্বকাপটা বাংলাদেশে নিয়ে আসে। আমি সব ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

অনুলিখন: ইনজামামুল হক
বাগেরহাট