সাত-পাঁচ

বন্ধুসভার আগামী সংখ্যা ভালোবাসা দিবস সংখ্যা। আমরা ছাপতে চাই ভালোবাসার অণুগল্প, ভালোবাসা নিয়ে ফিচার ও ভালোবাসার ছড়া। গল্প ও ফিচারের ক্ষেত্রে শব্দ সংখ্যা ২৫০ এবং ছড়া হলে ১৬ পঙ্ক্তির মধ্যে। পাঠাবেন আগামী মঙ্গলবার দুপুরের মধ্যে বন্ধুসভার ই-মেইলে।
অনেক লেখকবন্ধু ছাপার জন্য তাঁদের বইয়ের প্রচ্ছদ পাঠাচ্ছেন, কিন্তু তাঁরা কোন বন্ধুসভায় যুক্ত, সে তথ্য দিচ্ছেন না। অন্যান্য তথ্যের মধ্যে সেটাও জরুরি। আমাদের কাছে বেশ কিছু বইয়ের প্রচ্ছদ জমা পড়েছে।
‘একুশের শপথ’ নামে অণুকথায় একটি লেখা ছাপা হয়েছিল। সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এ ব্যাপারে জাতীয় পর্ষদ কোনো ধরনের সহযোগিতা করবে কি না। না, এ ক্ষেত্রে নিজেদের উদ্যোগে একুশের শপথ পালন করতে হবে।
অনেক পাঠক বন্ধুসভার ই-মেইলে জানতে চান, তাঁরা কীভাবে বন্ধুসভার সদস্য হতে পারেন? তাঁদের জন্য বলি, বন্ধুসভার ই-মেইলে আগ্রহীদের পুরো জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। সঙ্গে উল্লেখ করতে হবে আপনি কোন বন্ধুসভার সঙ্গে যুক্ত হতে চান। দেশের যেকোনো বন্ধুসভার সঙ্গে যুক্ত হতে চাইলে আপনার জীবনবৃত্তান্ত আমরা সংশ্লিষ্ট বন্ধুসভায় পাঠিয়ে দেব।
বেশ কিছু বন্ধুসভা ভ্রমণ-পিকনিকের আয়োজন করেছে। তারা নিজ এলাকা থেকে দূরে কোথাও ঘুরে এসেছে। তাদের অভিনন্দন জানাই। এর মধ্যে শোনা যাচ্ছে, নারায়ণগঞ্জ বন্ধুসভা যাচ্ছে হবিগঞ্জে আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা নৌভ্রমণের আয়োজন করছে।
আমরা বারবারই বলে আসছি, বই পড়া ও বিতর্কের ওপর জোর দিতে হবে। কিন্তু এ-সংক্রান্ত খবর আমাদের কাছে কম! এর মাঝে যশোর বন্ধুসভা বিতর্ক কর্মশালার আয়োজন করেছে। তাদের অভিনন্দন। যশোরে ঢাকা থেকে দুজন প্রশিক্ষক (কৌশিক সুর ও সৌরভ অধিকারী) বিতর্ক পরিচালনা করেন। ঢাকার বাইরের যেসব বন্ধুসভা বিতর্ক কর্মশালার আয়োজন করতে চায়, সেটা জানালে আমাদের সুবিধা হয়।
গত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেশ কিছু একুশের সংকলন প্রকাশিত হয়েছিল। এবার কি হবে? নিশ্চয় বের হবে। সে প্রতীক্ষায় থাকলাম।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।