সুনামগঞ্জসভার সাংস্কৃতিক আয়োজন

বন্ধুসভার গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন সুনামগঞ্জ বন্ধুসভার বন্ধুরা
বন্ধুসভার গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন সুনামগঞ্জ বন্ধুসভার বন্ধুরা
গান পরিবেশন করেন জেলি দাস
গান পরিবেশন করেন জেলি দাস

১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ বন্ধুসভা আয়োজন করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের। শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।বন্ধুসভার ‘আমরা বন্ধু হয়েছি সবাই, সুন্দর একটি বাংলাদেশ আমরা গড়তে চাই...’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সংগীত, নৃত্য, কবিতা, কুইজ, কৌতুক ও নাটক পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা। বন্ধুসভার সাধারণ সম্পাদক সামির পল্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিউক ও ফারিন। সংগীত পরিবেশন করেন দীপায়ন চৌধুরী, অরুণিমা দাশ, জেলি, সুমন, মুবিন, সৌরভ, পৃথা ও দীপু। আবৃত্তি করেন তাজিন, সাগর, সিনথিয়া, বর্ষা, রিশান, তূর্য ও অন্তু। নৃত্য পরিবেশন করেন তাজরিন, ঐশি, প্রপা, সুইটি, অনামিকা, দিয়া, প্রমি, ঋতু, মিথিলা, আরিফা ও তৃষা।

আলোচনা করেন হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. শামছুল আবেদীন, সাংবাদিক পঙ্কজ দে, লতিফুর রহমান রাজু, সাংস্কৃতিক সংগঠক অলক ঘোষ চৌধুরী, সংগীতশিল্পী দেবদাস চৌধুরী রঞ্জন, অভিনয়শিল্পী শাহ আবু নাসের, সামিনা চৌধুরী, বন্ধুসভার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

সবশেষে ছিল কুইজ। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বন্ধুসভার দলীয় সংগীতের সঙ্গে নৃত্য পরিচালনা করেন তুলিকা ঘোষ চৌধুরী ও শ্রাবণী পুরকায়স্থ।

সভাপতি, সুনামগঞ্জ বন্ধুসভা

দ্বৈত নৃত্য পরিবেশন করেন প্রতিছী কর্মকার ও দিবারতী তালুকদার
দ্বৈত নৃত্য পরিবেশন করেন প্রতিছী কর্মকার ও দিবারতী তালুকদার