সুপারম্যানপুত্র ব্যাটম্যান!

সুপারম্যানপুত্র ব্যাটম্যানে জাতীয় পরিচয়পত্র
সুপারম্যানপুত্র ব্যাটম্যানে জাতীয় পরিচয়পত্র

প্যান্টের ওপরে অন্তর্বাস নেই! পরনে নীল রঙের জামা নেই। ঘাড় বেয়ে নেমে আসা লাল রঙের চাদরের মতো কাপড় নেই। পায়ে লাল রঙের জুতাও নেই। নেই বুকে ডায়মন্ড আকৃতির ছকের মধ্যে বড় করে লেখা ‘এস’। যে এসের মানে সুপারম্যান। এর বদলে তাঁর পরনে কয়েদির পোশাক!

এসের বদলে তাঁর বুকে লেখা একটা সংখ্যা, যেটা তাঁর কয়েদি নম্বর। সুপার হিরোগিরি করা বাদ দিয়ে সামনের তিন বছর জেলখানার ঘানি টানতে হবে সুপারম্যান ওরফে ব্যাটম্যানকে! তিন বছরের জেল যে হয়েছে তাঁর!

না, রুপালি পর্দা কিংবা কমিকসের কোনো গল্প নয় এটি, যেখানে ষড়যন্ত্রের শিকার সুপার হিরোর জেল দেওয়া হয়েছে। সত্যি সত্যিই জেলের সাজা হয়েছে ব্যাটম্যান বিন সুপারম্যানের। তিনি অবশ্য ক্রিপটন গ্রহের বাসিন্দা কিংবা কেপ ক্রুসেডারের কেউ নন। ব্যাটম্যান বিন সুপারম্যান নামের সিঙ্গাপুরের এক ব্যক্তির তিন বছরের সাজা হয়েছে চুরি, তালা ভেঙে ঘরে ঢোকা এবং মাদক-সংক্রান্ত অপরাধের কারণে।


ব্যাটম্যান বিন সুপারম্যান নামের অর্থ হলো সুপারম্যানের ছেলে ব্যাটম্যান। এটি বানোয়াট কোনো নাম নয়। নয় কারও ছদ্মনামও। সত্যি সত্যিই এই নামের এক ব্যক্তি আছেন সিঙ্গাপুরে। যিনি নিজে এই নামে জাতীয় পরিচয়পত্রও করিয়েছেন। নিশ্চয়ই মা-বাবা অন্য নাম রেখেছিলেন, যেটা তাঁর পছন্দ হয়নি। সুপার হিরোদের নামে নিজের নাম রাখতে পুরোনো নাম পাল্টে ওই ব্যক্তি নাম রাখেন ব্যাটম্যান বিন সুপারম্যান।

এই নামের পরিচয়পত্রের ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সিঙ্গাপুরের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ফেসবুকে তাঁকে নিয়ে বানানো ব্যাটম্যান বিন সুপারম্যান ফ্যান ক্লাবের সদস্য প্রায় ১১ হাজার! কিন্তু নামের সঙ্গে দু-দুটো সুপার হিরো থাকলে কী হবে, কাজ তিনি করেছেন ছিঁচকে চোরের!

২৩ বছর বয়সী এই তরুণকে গত ১৯ আগস্ট গ্রেপ্তার করা হয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায়, দু-দুবার তিনি গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকেছেন। ৫০০ সিঙ্গাপুরি ডলার হাতিয়ে নিয়েছেন দোকান থেকে। আদালতে তোলার পর আরও অনেক অপরাধ স্বীকার করেছেন তিনি। এর মধ্যে আছে নিজ ভাইয়ের এটিএম কার্ড হাতিয়ে নেওয়া আর হেরোইন সেবন। শাস্তি হিসেবে ৩৩ মাসের জেল দেওয়া হয়েছে তাঁকে।

সুপারম্যানতনয় ব্যাটম্যানের এ কোন পরিণতি!

রাজীব হাসান

এবিসি নিউজ অবলম্বনে