সুবর্ণ সুযোগ

নূর হামিম রিজভি, শেখ মিজানুর রহমান
নূর হামিম রিজভি, শেখ মিজানুর রহমান

গত কয়েক দিনে আমরা দুজন মুক্তিযোদ্ধাকে হারালাম। একজন রাজশাহী বন্ধুসভার উপদেষ্টা বীর প্রতীক নূর হামিম রিজভি, যিনি বেশ কয়েক বছর টানা বন্ধুসভার সঙ্গে জড়িত ছিলেন। বন্ধুসভার বন্ধুদের সঙ্গে মিলে জাতীয় সংগীত গেয়েছেন। মাঝেমধ্যে হারমোনিয়াম নিয়ে বসেছেন বন্ধুদের সঙ্গে।
মনে পড়ে ঈশ্বরদী বন্ধু উৎসবের কথা। রাজশাহী থেকে নূর হামিম রিজভি ছুটে এসেছিলেন সেখানে বন্ধুদের সঙ্গে। নিজের বয়সের কথা কখনো ভাবেননি। সব সময় তরুণদের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন।
ঈশ্বরদীতে জাতীয় সংগীত গাওয়ার সময় তাঁকে আমরা সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে আমরা কয়েকশ বন্ধু তাঁকে স্যালুট জানিয়েছিলাম। আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি। অন্যদিকে, আমাদের গোপালগঞ্জ বন্ধুসভার বন্ধু পূরবী শেখের বাবা মুক্তিযোদ্ধা শেখ মিজানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আমাদের বন্ধুসভাকে ভালোবাসতেন। মেয়েকে বন্ধুসভায় যেতে উৎসাহিত করতেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। আমাদের কী সৌভাগ্য যে মুক্তিযোদ্ধাদের আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের সৈনিকেরা যখন বেঁচে আছেন, আমরাও তখন এই স্বাধীন দেশে আছি। এমন একটি সময় আসছে, যখন পরবর্তী প্রজন্মের কারও সৌভাগ্য হবে না মুক্তিযোদ্ধাদের স্বচক্ষে দেখার। আমাদের দেশের জন্মের ক্ষেত্রে তাঁরাই প্রকৃত তারকা।
গত সংখ্যায় ‘অণুকথায়’ বলেছিলাম, আমরা মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা শুনব। দেশের সব কটি বন্ধুসভার কাছে আহ্বান জানাই, স্বাধীনতার এই মাসে বীরত্বগাথা শোনার আয়োজনটা যেন আমরা করি। বীরসেনাদের যেন আমরা আমন্ত্রণ জানাই। যাঁরা চলাচল করতে পারেন না, আমরা যেন তাঁদের কাছেই ছুটে যাই। তাঁদের জন্য নিয়ে যেতে পারি ফুল, উপহারসামগ্রী।
অনেক সময় এমন প্রশ্নের মুখোমুখি হই, কাদের আমরা বন্ধুসভার বন্ধু বলব? এ প্রশ্নের উত্তরে জানাই, প্রধান শর্তই হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে এবং সেই চেতনা বুকে ধারণ করবে। তারাই বন্ধুসভার প্রকৃত বন্ধু। আমাদের কী সুবর্ণ সুযোগ! আমরা মুক্তিযোদ্ধাদের পাশে পাচ্ছি। চাইলেই তাঁদের সঙ্গে কথা বলতে পারছি। তাঁদের সঙ্গে হাঁটতে পারছি। তাঁদের মুখ থেকে শুনতে পারছি একাত্তরের গৌরবগাথা। এটাকে আমাদের সুবর্ণ সুযোগই বলতে হয়। এ সুযোগ যেন আমরা হাত ছাড়া না করি।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।