সেই নীল জামা

বেশ কয়েক বছর আগের ঘটনা। সেদিন সকালবেলায় আমার রুমে এসে তিনি বললেন, ভাগনা...
-জি মামা।
-অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে চল। বরাবরের মতো প্রেমের চৌকিদারি করবি!
আমি কিছুটা গাধামি ভাব নিয়ে মাথা চুলকাতে চুলকাতে বললাম
-বিনিময়ে...?
-বল কী চাস?
-বলার সাহস পাচ্ছি না।
-নির্ভয়ে বল।
-আপনিও যদি একবার আমার দায়িত্বটা পালন করতেন...
ভাগনা, তুই তো দেখি ব্যাটা পাক্কা বদমাশ হয়ে গেছস!
-আপনার মতো আর পারলাম কই…
বলতেই হালকা একটু কানমলা দিয়ে বললেন, আর পাকামো নয়। রেডি হও। আমিও রেডি হচ্ছি। ওই যে সুনামগঞ্জের মেয়ে ফেসবুকে...নীল জামা পরা...
মিনিট বিশেকের মধ্যে আমরা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে এসে পড়লাম। মোটরবাইক থেকে নেমে একটু হাঁটার পর মামা বললেন, তোর মামি কিন্তু বসে অপেক্ষা করছে। ওই যে দেখ...
আমি দেখলাম সত্যি সত্যি নীল জামা পরিহিত একজন মেয়ে ঝোঁপের একটু আড়ালে অপেক্ষা করছে। মামার মধ্যেও বেশ একটু চাঞ্চল্য লক্ষ করলাম। আমাকে একটু আস্তে আস্তে বললেন, তুই ওখানটাতে গিয়ে দাঁড়া। খেয়াল রাখিস। আগের মতো মানুষ এলে সংকেত দিস কিন্তু!

মামা চলে গেলেন নীল জামা পরিহিত ওই মেয়ের কাছে। মেয়েটি উল্টো দিকে মুখ করে ঘুরে ছিল। মামা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পেছন থেকে জড়িয়ে ধরলেন। এরপর দেখলাম আকস্মিক এক কাণ্ড। মেয়েটি নিজেকে ছাড়িয়ে জোরে চিৎকার করল এবং পা থেকে জুতা খুলে মামার গালে...!

মুহূর্তেই আশপাশের অনেকেই ছুটে এল। এক লোক এসে তো মামার চুল ধরে এলোপাতাড়ি মারতে শুরু করল। মামা বলতে লাগলেন, আজ আমার প্রেমিকারও এই পোশাকে আসার কথা। কিন্তু কে শোনে কার কথা! কেউ তাঁর কথা বিশ্বাস করল না। এলোপাতাড়ি মারতেই লাগল।