সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন যাঁদের

সেনা কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন যাঁদের, তাঁদের জন্য সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ৭৭ বিএমএ কোর্সের দ্বিতীয় পর্বের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, বিএমএ কোর্সের দ্বিতীয় পর্বের জন্য আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই। ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনের প্রক্রিয়া। সফলভাবে প্রশিক্ষণ শেষে ক্যাডেটদের লেফটেন্যান্ট পদবিতে কমিশন প্রদান করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ জুন ২০১৬।
আবেদনের যোগ্যতা: ৭৭ দীর্ঘমেয়াদি বিএমএ কোর্সের দ্বিতীয় পর্বে আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় আলাদা আলাদাভাবে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটিতে ‘এ’ গ্রেড ও তিনটিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে কমপক্ষে একটিতে ‘এ গ্রেড’ ও একটিতে ‘বি গ্রেড’ থাকতে হবে। এ ছাড়া আবেদন করতে পারবেন ২০১৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও। তবে ক্যাডেট কলেজ, বিএনসিসি এবং এমসিএসকে এর ক্যাডেটদের নিজ নিজ কলেজ বা রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পুরুষ পদে আবেদনের জন্য প্রার্থীদের উচ্চতা হতে হবে সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি। ওজন হতে হবে ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ও প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে সর্বনিম্ন ৫ ফুট ২ ইঞ্চি। ওজন হতে হবে ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
আবেদনকারীদের বয়স আগামী ১ জানুয়ারি ২০১৭ তারিখে ১৭ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর। এ ক্ষেত্রে কোন প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী নারী-পুরুষ উভয়কে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: বাংলাদেশ সেনাবাহিনীর ৭৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের দ্বিতীয় পর্বে যোগদানের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য www.joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ওপরে ডান কোনায় APPLY NOW তে ক্লিক করে ৭৭ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদন করতে হবে। সেখানে সঠিকভাবে আবেদন ফরম পূরণ করার পর আবেদনকারী প্রার্থীরা বিকাশ, এম ক্যাশ, ভিসা, মাস্টার কার্ড, টেলিটক(প্রি-পেইড) এসএমএস অথবা ট্রাস্ট ব্যাংক মোবাইল মানির মাধ্যমে আবেদন ফি এক হাজার টাকা পরিশোধ করতে পারবেন। ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুসরণ করে আবেদন ফি প্রদানের পর সেখান থেকেই তাৎক্ষণিকভাবে প্রাথমিক স্বাস্থ্য এবং মৌখিক পরীক্ষার দিন ও তারিখসহ কল-আপ লেটার পাওয়া যাবে।
নির্বাচন পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ১৯ থেকে ২৯ জুন পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদের কল-আপ লেটারে উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে প্রাথমিক স্বাস্থ্য ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১৫ জুলাই নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবির নিকট পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেখান থেকে চার দিনব্যাপী পরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সেনাসদর, এজি শাখা (পিএ পরিদপ্তর) কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং পরবর্তীতে যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এরপর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর চতুর্থ বছরে বিএমএতে অবস্থান করে অফিসার হিসেবে স্নাতক (সম্মান) শ্রেণিতে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, পদার্থবিদ্যা, বিবিএ অথবা ইঞ্জিনিয়ারিং শ্রেণিতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করতে হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে ক্যাডেটদের লেফটেন্যান্ট পদবিতে কমিশন প্রদান করা হবে।
বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা: প্রশিক্ষণ চলাকালীন ক্যাডেটদের মাসিক দশ হাজার টাকা হারে ভাতা প্রদান করা হবে এবং কমিশন পাওয়ার পর পদবি অনুযায়ী বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধা দেওয়া হবে।
এ ছাড়া চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের সন্তানদের ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এবং সেনাবাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোতে অধ্যয়নের সুযোগ, বাসস্থান প্রাপ্তি এবং বিনা খরচে দেশে-বিদেশে উন্নতমানের চিকিৎসা লাভ, নির্ধারিত শর্ত সাপেক্ষে এএইচএস এবং ডিওএইচএসে প্লট বা ফ্ল্যাট প্রাপ্তির সুবিধা, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদেশ ভ্রমণ এবং আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, প্রশিক্ষণের জন্য বিদেশ গমন, বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক বা সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগপ্রাপ্তির সুযোগ এবং ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ তো রয়েছেই।
যোগাযোগের ঠিকানা: কমিশন তথ্য সেল, সামরিক এক্সচেঞ্জ: ৮৮১১১১১, বর্ধিত ২৪৮২ অথবা ৯৮৩২৪৯৬ (সরাসরি), ওয়েবসাইট : www.joinbangladesharmy.army.mil.bd