সেলফি উইথ গরু

.
.

এবার ঈদে চেপেছিল মাথায় ভীষণ ঝোঁক 
সেলফি তুলব গরুর সাথে, যতই রিস্কি হোক!
বাজার থেকে কেনা হলো মস্ত একটা গরু
দেহটা তার ইয়া বড়, শিং দুটো তার সরু।
ঈদের দিন সকালবেলা গেলাম গরুর কাছে
দেখেই বুঝি গরুটা বেশ শান্তশিষ্ট আছে।
খুশির চোটে গরুর সাথে সেলফি তুলব যেই
অমনি গরু করল শুরু ধিন ধিনা ধিন ধেই!
গরুর নাচে পেলাম ভীষণ পায়ের মধ্যে চোট
গুঁতো খেয়ে উল্টে পড়ে ফেটে গেল ঠোঁট!
এত কিছুর পরেই মাথায় পড়ল আসল বাজ
আমার এত সাধের ফোনটা করছে না তো কাজ!
হাজী মুহম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়