
লোহায় মরচে ধরে যাওয়া একটা সমস্যা। লোহাজাতীয় ধাতব পদার্থ দিয়ে তৈরি যেকোনো জিনিসেই যত্ন-আত্তির অভাব হলে মরচে ধরে যেতে পারে। স্টেইনলেস স্টিল এক ধরনের বিশেষ ধাতব পদার্থ, যা মরচে ধরার সমস্যা থেকে মুক্ত। ১৯০৪ সালে ফরাসি বিজ্ঞানী লেও খুলিত স্টেইনলেস স্টিল উদ্ভাবন করেন। তবে মজার ব্যাপার হলো, খুলিত স্টেইনলেস স্টিল উদ্ভাবন করলেও তিনি ব্যাপারটি ঠিকমতো সবার সামনে প্রকাশ করতে পারেননি। ধাতব জগতে দারুণ বৈপ্লবিক উদ্ভাবনটি ১৯১২ সাল পর্যন্ত লোকচক্ষুর আড়ালেই ছিল। স্টেইনলেস স্টিলকে সবার সামনে নিয়ে আসেন এডওয়ার্ড ম্যরের এবং বেনো স্ট্রস নামের দুই জার্মান। জার্মানির এসেনে অবস্থিত ক্রপ স্টিল ওয়ার্কস নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাঁরা নতুন করে স্টেইনলেস স্টিল উদ্ভাবন করেন। ম্যরের ও স্ট্রসের তৈরি স্টেইনলেস স্টিল ছিল অধিক নিকেলসমৃদ্ধ। এই দুই জার্মানের উদ্ভাবনের পর পরই স্টেইনলেস স্টিল জনপ্রিয় হয়ে ওঠে। ব্যবহার শুরু হয় শিল্পপণ্য হিসেবে।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল