স্থায়ী সনদ পেল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সনদ পেয়েছে ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এর মধ্য দিয়ে তারা ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সব শর্ত সফলভাবে পূরণ করতে সক্ষম হয়েছে।
ইউএপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণার জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান; ফলাফলভিত্তিক আধুনিক শিক্ষা ও শিক্ষণ পদ্ধতি অনুসরণ; আধুনিক পরীক্ষাগার সুবিধা ও গ্রন্থাগারগুলোর অত্যাধুনিক ব্যবহার এবং পরিবর্তনশীল প্রতিযোগিতার বিশ্বে সফল পেশাদার হতে শিক্ষার্থীদের সামাজিক, সাংস্কৃতিক, ব্যবহারিক ও আচরণগত দক্ষতা অর্জনে একটি প্রাণবন্ত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে ইউএপি সক্ষম হয়েছে।’
বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন ও উপাচার্য কামরুল আহসান এই অর্জনের জন্য ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবক, অ্যালামনাই, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা–কর্মচারী এবং ট্রাস্টি বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।