স্বতঃস্ফূর্ত প্রস্তুতি

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন ও পর্ষদের উপদেষ্টা আনিসুল হকের সঙ্গে ঢাকা মহানগর বন্ধুসভার নতুন কমিটির বন্ধুরা
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন ও পর্ষদের উপদেষ্টা আনিসুল হকের সঙ্গে ঢাকা মহানগর বন্ধুসভার নতুন কমিটির বন্ধুরা

অনুষ্ঠানের আগের দিন দুপুর ১২টা। সবাই ব্যস্ত উপহার সামগ্রী প্রস্তুতির কাজে। অনুষ্ঠানে বন্ধুদের পোশাক ভাবনা নিয়ে আলাপ চলছিল কাজের ফাঁকে ফাঁকে। মঞ্চে চলছে সাজসজ্জার কাজ। এক ফাঁকে বন্ধুরা অনুষ্ঠানের মহড়াটাও সেরে নিলেন।

সাংস্কৃতিক পর্বে পুতুল নাচ পরিবেশন করেন বাঁ থেকে: পলক, নৃত্যে সিলভিয়া মুন ও সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা বিশ্বাস
সাংস্কৃতিক পর্বে পুতুল নাচ পরিবেশন করেন বাঁ থেকে: পলক, নৃত্যে সিলভিয়া মুন ও সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা বিশ্বাস

বলছি ১০ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় বন্ধু সম্মেলনকে ঘিরে স্বতঃস্ফূর্ত প্রস্তুতির কথা। ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভা থেকে প্রায় ৩০ জন বন্ধু এসেছেন প্রস্তুতির কাজে সহযোগিতা করতে। বন্ধুদের মধ্যে অনেক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছিল। কাজ শেষে বাসায় ফেরার সময় দেখলাম, এলাকাজুড়ে কারওয়ান বাজারের সবজির ট্রাক। বুঝতে পারলাম অনুষ্ঠানের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।
ঘড়ি দেখার পর নিশ্চিত হলাম রাত প্রায় ১১টা। রাতে খুব কম সময়ই ঘুমাতে পেরেছেন বন্ধুরা। সকালে সাতটার আগেই সারা দেশ থেকে বন্ধুরা আসতে শুরু করেছেন। তখনো কারওয়ান বাজারে ট্রাকের ভিড় কমেনি। বন্ধুরা যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং উপভোগ করেছেন সারা দিনের কার্যক্রম। সারা দিন কাজ করার পরও কারও মুখে ক্লান্তির ছাপ দেখা যায়নি।
নির্বাহী সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।