স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ

কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কীভাবে কমাব?

ডালিমের শরবত পান করুন। এটা হৃদ্যন্ত্রকে ভালো রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। এটা প্রস্রাবে অক্সালেটের মাত্রা কমিয়ে দিতে পারে। কিডনিতে ক্যালসিয়াম অক্সালেটরূপে তৈরি হয়। অক্সালেট কমাতে পারলে পাথর হওয়ার ঝুঁকিও কমে।

‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়