স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
টিআইএ কী?
টিআইএর মানে ট্রানসিয়েন্ট ইসকিমিক অ্যাটাক। এতে আক্রান্ত হলে মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িক বন্ধ হয়ে যায়। সাধারণত কাঁধের ধমনি বন্ধ হয়ে গেলে এ সমস্যা হয়। এটা ঘণ্টাখানেক থাকে এবং দৃশ্যত কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। তবে টিআইএ যাঁদের হয়, তাঁদের প্রতি তিনজনে একজনের পাঁচ বছরের মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক হতে পারে।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়