স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
বিশ্বে মানুষের গড় আয়ু কি বাড়ছে?
চিকিৎসা সাময়িকী ল্যানসেট জানায়, বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু বাড়ছে। তবে যুক্তরাষ্ট্রে এটা ১৯৭০ সালের পর থেকে ২০১০ সাল পর্যন্ত কমেছে। বিশ্বে মানুষের গড় আয়ু ৫৯ বছর থেকে বেড়ে ৭০ বছর হয়েছে। জাপানে গড় আয়ু ১৯ বছর বেড়েছে। বিশ্বজুড়ে প্রতিবছর গড় আয়ু তিন মাস করে বাড়ছে।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়