স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
‘দ্বিতীয় মস্তিষ্ক’ কী?
আপনার মস্তিষ্ক আর অন্ত্র স্নায়ুকোষের মাধ্যমে যুক্ত রয়েছে মানুষের পরিপাকতন্ত্রজুড়ে সক্রিয় রয়েছে কোটি দশেক স্নায়ুকোষ। এগুলোই আমাদের ‘দ্বিতীয় মস্তিষ্ক’ নামে পরিচিত। এরা খাবার পরিপাকের কাজের চেয়েও বেশি কিছু করে থাকে। সারা শরীরেই এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের মেজাজ এবং আবেগময় অবস্থার অনেকটাই অন্ত্রের সঙ্গে সম্পর্কিত।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়