হঠাৎ বৃষ্টিতে...

বারান্দা বা ছাদে কাপড় শুকাতে দিলে বাসা থেকে বের হওয়ার আগে তুলে নিলে ভালো। ছবি: নকশা
বারান্দা বা ছাদে কাপড় শুকাতে দিলে বাসা থেকে বের হওয়ার আগে তুলে নিলে ভালো। ছবি: নকশা

ঝলমলে রোদে বাসা থেকে বেরিয়েছিলেন। হঠাৎ আকাশ কালো করে নামল ঝুম বৃষ্টি। আপনি হয়তো অফিসে, কিন্তু বাসার বারান্দা বা ছাদে শুকাতে দেওয়া কাপড়গুলো? শুকানোর বদলে সেসব তো ভিজে আরও ভারী হয়ে থাকবে। হঠাৎ বৃষ্টিতে শুধু কাপড় নয়, বাইরে থাকা যেকোনো জিনিসই যত্নে রাখা দরকার। সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরস বিভাগের (সাবেক গৃহব্যবস্থাপনা বিভাগ) সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া জানালেন, ‘বাদলা দিনে বাসাবাড়িতে বাড়তি নজরদারি লাগে। আর হঠাৎ বৃষ্টির জন্য তো অবশ্যই বাড়তি সতর্কতা দরকার। বাড়ির ছাদে কাপড় শুকাতে দেওয়ার আগে গা পোড়া রোদ দেখলেও সেটাকে বিশ্বাস করা ঠিক হবে না। হয়তো পরক্ষণেই ঝপ করে বৃষ্টি এসে ভিজিয়ে দেবে সবকিছু। এই সময়ে কাপড়, ঘরের আসবাব ও খাদ্যসামগ্রীর বিশেষ যত্ন নিয়ে নিরাপদে রাখা যায়।’
বৃষ্টি থেকে বাঁচতে তাই কাপড় ততক্ষণ রোদে রাখতে পারেন, যতক্ষণ আপনি বাসায় আছেন। শহরে ফ্ল্যাট বাড়ির ছাদ সবাই ব্যবহার করতে পারেন না বলে ফ্ল্যাটের বারান্দায় কাপড় শুকান অধিকাংশ মানুষ। সেখানেও একই সতর্কতা দরকার পড়ে। নইলে বৃষ্টির ঝাপটা পাল্টে দেবে সব হিসাব। হঠাৎ বৃষ্টিতে করণীয় বিষয়ে রীনাত ফওজিয়ার পরামর্শ হচ্ছে—
বারান্দা বা ছাদে কাপড় শুকাতে দিলে সেটা বাসা থেকে বের হয়ে আসার আগে তুলে নিন।
একেবারে ভেজা কাপড় বন্ধ ঘরে শুকাবেন না। এতে ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। ঘরে শিশু থাকলে তার স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পরে।
অনেকেরই চুলার ওপর কাপড় শুকানোর অভ্যাস আছে। এ কাজ একদম ঠিক না। গ্যাসের চুলায় কাপড় শুকানোর মাধ্যমে আপনি যেমন দেশের সম্পদ নষ্ট করছেন, আবার কাপড়ের স্থায়িত্ব কমিয়ে ফেলছেন।
ঘর থেকে বের হওয়ার আগে ঠিকমতো জানালা-দরজা বন্ধ করে নিন। না হলে বৃষ্টির ঝাপটায় ঘরের আসবাব ভিজে নষ্ট হয়ে যাবে।
আর আসবাব যদি ভিজে যায়, সে ক্ষেত্রে দেখামাত্রই শুকনা কিছু দিয়ে মুছে নিন। কুশন, বালিশ বা বিছানার চাদর ভিজলে অবশ্যই শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে।
এই সময়ে বিস্কুট-চিপসের মতো খাবারগুলো যত্নে রাখা লাগে। না হলে ড্যামেজ হয়ে যাবে। বিস্কুট বা চিপসের প্যাকেট খোলা হলে বাকিটা মুড়িয়ে বয়ামে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। এতে ড্যাম হয়ে যাওয়ার ভয় থাকবে না।
বৃষ্টিতে ঘর স্যাঁতসেঁতে হয়ে যায়। এমন পরিবেশে কফি সহজেই স্বাদ ও রং হারিয়ে ফেলে। তাই সেটাও ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে।
বৃষ্টি হলে আচারের ভেতরেও ফাঙ্গাস দেখা দেয়। এ কারণে বৃষ্টির ফাঁকে রোদ উঠলে বয়ামটা রোদে দিয়ে গরম করে নিলে আচার ভালো থাকবে। বৃষ্টির দিনে আচার ভালো রাখতে অনেকে আচার তৈরির সময় সহনীয় মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহার করে থাকেন। সেটাও কাজে দেয়।