হলিউডে শাড়ি (প্রথম পর্ব)
পোশাক হিসেবে শাড়ির জনপ্রিয়তা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। হলিউডও বাদ যায়নি। বিভিন্ন সময়ে শাড়িতে হলিউড তারকাদের নজর কাড়তে দেখা গেছে।
নাওমি ক্যাম্পবেল
২০০৯ সালে মুম্বাইতে র্যাম্পে সব্যসাচীর সোনালি পাড়ের কালো শাড়িতে আবির্ভূত হয়েছিলেন এই ‘ব্ল্যাক বিউটি’। এ ছাড়া ভারতে বিভিন্ন ইভেন্টে তাঁকে শাড়িতে দেখা গেছে।
প্যারিস হিল্টন
ভারতে নিজের ব্র্যান্ডের প্রমোশন করতে এসে গোলাপি শাড়িতে স্টেজ মাতিয়েছিলেন প্যারিস হিল্টন। এ ছাড়া ‘ম্যারি ক্লের’-এর ব্রাইডাল ইস্যুর কভার মডেল হিসেবে আবির্ভূত হয়েছিল প্যারিস। সেবার তাঁর পরনে ছিল ডিজাইনার তরুণ তাহিলিয়ানির নকশা করা রুপালি সুতার কাজ করা রুপালি শাড়ি।
লেডি গাগা
পপ স্টার থেকে অভিনেত্রী বনে যাওয়া লেডি গাগাকেও শাড়িতে দেখা গেছে। তরুণ তাহিলিয়ানির ডিজাইনের সাদা শাড়ি ছিল তাঁর ফটোশুটের অংশ।
পামেলা অ্যান্ডারসন
রিয়েলিটি শো ‘বিগ বস’-এর অতিথি হয়ে ভারতে আসেন ‘বে ওয়াচ’খ্যাত এই হলিউড অভিনেত্রী। সাদা শাড়িতে পামেলা অ্যান্ডারসন ছিলেন বিগ বস সিজন ৪–এর মূল আকর্ষণ।
অ্যাঞ্জেলিনা জোলি
হলিউডে কোনো ফ্যাশনের জোয়ার লাগবে আর তাতে গা ভাসাবেন না অ্যাঞ্জেলিনা জোলি, এমনটা কি কখনো হয়েছে? সর্বশেষ মার্ভেল স্টুডিওর ‘ইটারনালস’ সিনেমাতেও তাঁর সঙ্গে শাড়িতে দেখা গেছে সালমা হায়েক, গেমা চ্যান, লরেন লিডলফকে।
স্কারলেট জোহানসন
২০০৭ সালে সিনেমার প্রমোশন করতে প্রথমবারের মতন ভারতে এসে শাড়িতে মজেছিলেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসন।
ভিক্টোরিয়া বেকহ্যাম
‘ভোগ ইন্ডিয়া’র ব্রাইডার ইস্যুতে শাড়িতে সেজেছিলেন ‘স্পাইস গার্ল’ ভিক্টোরিয়া বেকহ্যাম। তরুণ তাহিলিয়ানির ডিজাইনে লাল শাড়ির সঙ্গে ছিল জরির লেহেঙ্গা।
কিম কারদাশিয়ান
শাড়িতে মজেছেন কিম কারদাশিয়ানও। সব্যসাচীর ডিজাইন করা লাল চুমকির কাজ করা শাড়ি ছিল ‘ভোগ ইন্ডিয়া’র এডিটরিয়াল শুটের অংশ।