বিশ্ব যুব শান্তি সম্মেলনে মালদ্বীপ যাচ্ছেন শারমিন

আন্তর্জাতিক যুব কমিটি বাংলাদেশের ডেপুটি অ্যাম্বাসেডর শারমিন নাহার লীনা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক যুব কমিটি বাংলাদেশের ডেপুটি অ্যাম্বাসেডর শারমিন নাহার লীনা। ছবি: সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালেতে ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর (জিওয়াইপিএ) সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন আন্তর্জাতিক যুব কমিটির বাংলাদেশের ডেপুটি অ্যাম্বাসেডর শারমিন নাহার লীনা।

শারমিন নাহার লীনা আগামী ২৫ আগস্ট মালদ্বীপ যাবেন। পাঁচ দিনের এ আন্তর্জাতিক যুব শান্তি প্রতিনিধি সম্মেলন শুরু হবে আগামী ২৮ আগস্ট। শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর।

মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে হুলহু মালে সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যুব শান্তি প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে বিশ্বের ২৫টি দেশ থেকে তরুণ প্রতিনিধিরা যোগ দেবেন।

ইতিমধ্যে যুব কমিটি তাদের ওয়েব সাইটে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ-তরুণীদের জীবন বৃত্তান্ত প্রকাশ করেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে বিশ্বের যুব প্রতিনিধিরা একযোগে কাজ করবে। সেই সম্মেলনে যোগ দেবেন শারমিন নাহার লীনা।

শারমিন নাহার লীনা এর আগে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সংবাদ উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। মাগুরার সন্তান শারমিন নাহার লীনা টেলিভিশন চ্যানেল এনটিভির এক সংবাদ উপস্থাপক। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাঁর। কাজ করেছেন ইন্ডিয়ান ইমপোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যোগাযোগ উপদেষ্টা হিসেবেও। বর্তমানে তিনি এমএম গ্রুপ অফ কোম্পানির ওভারসিজ কমিউনিকেশন অফিসার হিসাবে কর্মরত রয়েছেন।

পাঁচ দিনের যুব শান্তি প্রতিনিধি সম্মেলন শুরু হবে আগামী ২৮ আগস্ট। শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত
পাঁচ দিনের যুব শান্তি প্রতিনিধি সম্মেলন শুরু হবে আগামী ২৮ আগস্ট। শেষ হবে আগামী ১ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত