হাবিপ্রবিতে শুরু হয়েছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ কনফারেন্স

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ কনফারেন্স। ছবি: সংগৃহীত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ কনফারেন্স। ছবি: সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ কনফারেন্স। ‘হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থা’র (এইচএসটিইউ মুনা) উদ্যোগ এ আয়োজন বৃহস্পতিবার শুরু হয়েছে। চলবে আগামী শনিবার পর্যন্ত।

টানা তিন দিনের এ কনফারেন্সে অংশগ্রহণ করবে দেশ এবং দেশের বাইরে প্রায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এ ছাড়া স্কুল এবং কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করবে।

কনফারেন্সটির মূল কো-অর্ডিনেটর এবং হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি নূরে আলম সিদ্দিকী বলেন, আমরা আশা করছি সবার সহযোগিতায় আমাদের এই মেগা ইভেন্টটি সফল হবে।

ছায়া আন্তর্জাতিক জাতিসংঘ কনফারেন্সের এই মহা আয়োজনকে ঘিরে থাকছে পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট প্রদান, বিভিন্ন ডেলিগেট অ্যাওয়ার্ড প্রদান, কালচারাল সিরিমনি, গ্লোবাল ভিলেজ, গ্র্যান্ড ডিনার, সারপ্রাইজিং ইভেন্টসহ আরও নানা চমক।