মিনা দিবসে র্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মীনা দিবস উপলক্ষে দিনাজপুরে বীরগঞ্জে আয়োজিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ২৪ সেপ্টেম্বর। ছবি: তোফাজ্জল হায়দার
মীনা দিবস উপলক্ষে দিনাজপুরে বীরগঞ্জে আয়োজিত র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ২৪ সেপ্টেম্বর। ছবি: তোফাজ্জল হায়দার

‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসেখেলে’—এ স্লোগান সামনে রেখে মিনা দিবস পালিত হয়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিনা দিবসে উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়ামিন হোসেন এবং সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মীনা দিবসের অনুষ্ঠান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এরশাদুল হকের সভাপতিত্বে র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ইউএনও মো. ইয়ামিন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাজিম উদ্দিনসহ প্রমুখ।