জবি ক্যারিয়ার ক্লাবের আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশন শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো এনআরবিসি ব্যাংক প্রেজেন্টস আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কমপিটিশন ‘DacoIT of Excellence’-এর কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।

আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেইস কম্পিটিশনে মোট ২৮টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। আগামী ১৯ অক্টোবর ফাইনালের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ক্যারিয়ার ক্লাবের চিফ মডারেটর মো. মহিউদ্দিন।

কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক এবং ক্যারিয়ার ক্লাবের মডারেটর মো. শফিকুল ইসলাম, জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম, ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক আবির হোসেন, রবির করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার সুবহান চৌধুরী, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশের তাসরিফ উল ইসলাম ও রবি টেন মিনিটস স্কুলের উপদেষ্টা সামিদ রাজ্জাক কর্মশালায় বক্তব্য দেন।