আবরার হত্যার প্রতিবাদে রাজধানীর উত্তরায় অবস্থান কর্মসূচি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত। রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে, উত্তরা, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: সংগৃহীত
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত। রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে, উত্তরা, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: সংগৃহীত

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে আবরার ফাহাদ হত্যার বিচার চান। তাঁরা বলেন, একটি ফেসবুক পোস্টের কারণে আবরারকে ক্ষমতাসীন ছাত্রসংগঠন পিটিয়ে মেরে ফেলেছে। এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও ত্বকী, বিশ্বজিৎ, আবুবকর, জুবায়ের, হাফিজুরসহ অনেকেই বলি হয়েছেন। এটি ছাত্ররাজনীতি নয়।

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত। রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে, উত্তরা, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: সংগৃহীত
আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত। রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে, উত্তরা, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: সংগৃহীত

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সায়েমা খাতুন, তথ্যচিত্র নির্মাতা বিনু মাহবুবা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ উত্তরায় বসবাসকারী বিভিন্ন শ্রেণি–পেশার প্রায় ৫০ জন নাগরিক উপস্থিত ছিলেন।