বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেল অগ্রণী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে অগ্রণী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে অগ্রণী ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে অগ্রণী ব্যাংক। গত সোমবার (৭ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৮ সম্মাননা প্রদান অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক এ অ্যাওয়ার্ড পায়।

অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা পাঠানোয় উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করে।

ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ প্রবাসী আয় আহরণে অগ্রণী ব্যাংক লিমিটেড সরকারি ব্যাংকগুলোর মধ্যে সেরা। অ্যওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস্-উল ইসলামের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। স্কিল্ড ক্যাটাগরিতে অগ্রণী ব্যাংক লিমিটেডের ভোলার বোরহানউদ্দিন শাখার মো. জাকির হোসেন সর্বাধিক প্রবাসী আয় প্রেরণ করে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন।

বৈধ পথে প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠানোয় ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। পাঁচ ক্যাটাগরিতে দেওয়া হয় এ পুরস্কার। এর মধ্যে রয়েছে সাধারণ পেশাজীবী, বিশেষজ্ঞ পেশাজীবী, ব্যবসায়ী, রেমিট্যান্স আহরণকারী ব্যাংক ও রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের মালিকানাধীন এক্সচেঞ্জ হাউস। কেন্দ্রীয় ব্যাংকের এবারের আয়োজনটি ষষ্ঠবারের মতো।