দিনাজপুরের খানসামায় ৮৩ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

দিনাজপুরের খানসামা উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে ‘আব্দুল জব্বার হেডমাস্টার স্মৃতি ফাউন্ডেশন’। ছবি: সংগৃহীত
দিনাজপুরের খানসামা উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে ‘আব্দুল জব্বার হেডমাস্টার স্মৃতি ফাউন্ডেশন’। ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেছে ‘আব্দুল জব্বার হেডমাস্টার স্মৃতি ফাউন্ডেশন’।

গত বৃহস্পতিবার বিকেলে (১০ অক্টোবর) পাকেরহাটে আব্দুল জব্বারের বাসভবনের সামনের চত্বরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে।

খানসামার বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক আব্দুল জব্বারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম।

আব্দুল জব্বার হেডমাস্টার স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় আব্দুল জব্বারের স্মৃতিচারণা করে বক্তব্য দেন ঠাকুরগাঁও সহকারী জেলা শিক্ষা মাধ্যমিক অফিসার (অব.) ভূপেন্দ্রনাথ মুখার্জি, দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক শেখ ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জিল আফরোজ পারভিন, নিউ পাকেরহাট উচ্চবিদ্যালয়ের শেখ রফিকুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক মো. সফিকুল আলম, পাকেরহাট সিনিয়র কামিল মাদ্রাসার শিক্ষক মহসীন আলী প্রমুখ।