সবুজ নওগাঁ গড়ার প্রত্যয়ে বন্ধু ফোরামের বৃক্ষরোপণ

পরিচ্ছন্ন ও সবুজ নওগাঁ গড়ার প্রত্যয়ে ৩০০ সুপারিগাছ রোপণ করা হয়েছে। নওগাঁর কেন্দ্রীয় ঈদগাহ নওজোয়ান মাঠ ও প্যারীমোহন লাইব্রেরি চত্বরে এসব গাছ গতকাল শুক্রবার রোপণ করা হয়। ছবি: শহিদুল ইসলাম
পরিচ্ছন্ন ও সবুজ নওগাঁ গড়ার প্রত্যয়ে ৩০০ সুপারিগাছ রোপণ করা হয়েছে। নওগাঁর কেন্দ্রীয় ঈদগাহ নওজোয়ান মাঠ ও প্যারীমোহন লাইব্রেরি চত্বরে এসব গাছ গতকাল শুক্রবার রোপণ করা হয়। ছবি: শহিদুল ইসলাম

পরিচ্ছন্ন ও সবুজ নওগাঁ গড়ার প্রত্যয়ে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘বন্ধু ফোরাম’ ৩০০ সুপারিগাছ রোপণ করেছে। গতকাল শুক্রবার নওগাঁর কেন্দ্রীয় ঈদগাহ নওজোয়ান মাঠ ও প্যারীমোহন লাইব্রেরি চত্বরে এসব গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ অভিযানে আয়োজকেরা সৌন্দর্যবর্ধনে ৩০০টি সুপারিগাছ রোপণসহ গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন। পাশাপাশি নওগাঁবাসীকে এ বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান ‘বন্ধু ফোরাম’-এর সদস্যরা।

বৃক্ষরোপণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ শাহীন মনোয়ারা হক, পৌর মেয়র নজমুল হক সনি, নওগাঁ নওজোয়ান সমিতির সভাপতি অধ্যাপক আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আবদুল খালেক, একুশে পরিষদের সভাপতি আইনজীবী ডি এম আবদুল বারী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু ফোরামের আহ্বায়ক মাগফেরুল হাসান বিদ্যুৎ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্যসচিব রাজু আহমেদ। এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুর রহমান মামুন, ওমর ফারুক সুমন, চিকিৎসক সাইফুল ইসলাম, কৃষিবিদ আবদুল বারী ডলার, নাজমুল আনাম রানা, মিজানুর রহমান সুমন, সাজু, কুদ্দুস, বাবু, ফরিদ, শ্রাবন্তী, মিনু প্রমুখ।