সাপাহারে বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে কিশোরীদের ফুটবল ম্যাচ

বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধে তিলনা ও পাতাড়ী ইউনিয়নের অনূর্ধ্ব-১৪ স্কুলপডুয়া কিশোরীদের মাঝে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৬০ মিনিটের খেলায় তিলনা ইউনিয়নের কিশোরী দলটি ২-০ গোলে জয়ী হয়। জয়ী দলের হাতে শিরোপা তুলে দিচ্ছেন পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকুল মিয়া। কলমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠ, সাপাহার, নওগাঁ, ১২ অক্টোবর। ছবি: গোলাপ খন্দকার
বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধে তিলনা ও পাতাড়ী ইউনিয়নের অনূর্ধ্ব-১৪ স্কুলপডুয়া কিশোরীদের মাঝে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৬০ মিনিটের খেলায় তিলনা ইউনিয়নের কিশোরী দলটি ২-০ গোলে জয়ী হয়। জয়ী দলের হাতে শিরোপা তুলে দিচ্ছেন পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকুল মিয়া। কলমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠ, সাপাহার, নওগাঁ, ১২ অক্টোবর। ছবি: গোলাপ খন্দকার

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে কিশোরী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে গত শনিবার বিকেলে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

উন্নয়ন সংস্থা বিএসডিও, বিডিও এবং একশনএইড বাংলাদেশের আয়োজন ও সহযোগিতায় এ আয়োজনে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে স্বাক্ষর গ্রহণ করা হয়।

তিলনা ও পাতাড়ী ইউনিয়নের অনূর্ধ্ব-১৪ স্কুলপড়ুয়া কিশোরীদের মাঝে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৬০ মিনিটের খেলায় তিলনা ইউনিয়ন দলটি ২-০ গোলে পাতাড়ী ইয়ুথ গ্রুপের কিশোরীদের পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলা শেষে পাতাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকুল মিয়া জয়ী শিক্ষার্থী দলের হাতে শিরোপা তুলে দেন।
এ সময় সাপাহার প্রেসক্লাবের সাংবাদিক, সাপাহার থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দীন হাজারী, ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান, উন্নয়ন সংস্থার কর্মকর্তা দেলোয়ার হোসেন, শামসুল আলমসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।