গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন পুলিশ সুপার

গ্রিন ভয়েস কুড়িগ্রাম শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
গ্রিন ভয়েস কুড়িগ্রাম শাখার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

গ্রিন ভয়েস কুড়িগ্রাম শাখার মাসব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান।

গতকাল সোমবার কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় পুলিশ সুপারের হাতে ফুলের তোড়া ও একটি গাছের চারা তুলে দেন গ্রিন ভয়েসের সদস্যরা। পরে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে একটি ফলদ, একটি ঔষধি ও একটি ফুলের চারা রোপণ করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানসহ কার্যালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জেলা পুলিশ সুপার কার্যালয়ে মহিবুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গ্রিন ভয়েস কুড়িগ্রাম শাখার সদস্যরা। এ সময় গ্রিন ভয়েস কুড়িগ্রামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক সুজন মোহন্ত, সহ-আহ্বায়ক রাইসুল ইসলাম, সদস্য লিমন, মোতালিব ও ফরিদ।

গ্রিন ভয়েস কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী এক মাস বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও ঔষধি গাছের চারার পাশাপাশি তালের বীজ রোপণ করবে।