মানবাধিকার ও সমাজসেবায় সম্মাননা পেলেন রিয়াজ উদ্দিন

মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় মো. রিয়াজ উদ্দিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় মো. রিয়াজ উদ্দিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ রোটারিয়ান মো. রিয়াজ উদ্দিনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

১৫ অক্টোবর রাতে রাজধানীর গুলশান ক্লাবে রোটারি ক্লাব অব গুলশান লেকসিটির ১৬তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ সম্মাননা প্রদান করেন।

অনুষ্ঠানে মো. রিয়াজ উদ্দিনকে রোটারির পল হ্যারিস ফেলোসহ (পিএইচ এফ) নানান সম্মানজনক উপাধিতে ভূষিত করেন। মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রোটারারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক গভর্নর-৩২৮১ মো. খাইরুল আলম, গেস্ট অব অনার ছিলেন সাবেক ডিস্ট্রিক গভর্নর মীর আনিসুজ্জামান ও গভর্নর ইলেক্ট মো. রুবায়েত হোসেন।

মো. রিয়াজ উদ্দিন মানবাধিকারবিষয়ক বিশ্বের একমাত্র নিয়মিত সৃজনশীল বাংলা প্রকাশনা মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক।

মো. রিয়াজ উদ্দিন ভারতের দ্য পিস অ্যাওয়ার্ড পেয়েছেন। ছবি: সংগৃহীত
মো. রিয়াজ উদ্দিন ভারতের দ্য পিস অ্যাওয়ার্ড পেয়েছেন। ছবি: সংগৃহীত

এর আগে ভারতের পিস ওয়েলফেয়ার অর্গানইজেশন মানবাধিকার খবর সম্পাদক মো. রিয়াজ উদ্দিনকে ‘দ্য পিস অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করেন। গত ২৮ সেপ্টেম্বর ভারতের বর্ধমানের আসানসোলে এক অনুষ্ঠানে মানবাধিকার ও সমাজসেবায় অসামান্য অবদান রাখায় মো. রিয়াজ উদ্দিনের হাতে এই পিস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এ সময় রাজ্যের রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতারাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগেও তিনি মানবাধিকার ও সমাজসেবায় অবদানের জন্য দেশ-বিদেশ থেকে একাধিক সম্মাননা পেয়েছেন।