অগ্রণী ব্যাংক পূজা পরিষদের 'মঙ্গলালোক' প্রকাশনা উৎসব

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রকাশনা ‘মঙ্গলালোক’-এর মোড়ক উন্মোচন হয়েছে। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা, ৬ নভেম্বর। ছবি: লেখক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রকাশনা ‘মঙ্গলালোক’-এর মোড়ক উন্মোচন হয়েছে। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা, ৬ নভেম্বর। ছবি: লেখক

অগ্রণী ব্যাংক পূজা পরিষদ বাংলাদেশের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রকাশনা ‘মঙ্গলালোক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল বুধবার রাজধানীতে অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এক অনুষ্ঠানে ‘মঙ্গলালোক’-এর মোড়ক উন্মোচন করা হয়।

‘মঙ্গলালোক’ হলো অগ্রণী ব্যাংক লিমিটেডে কর্মরত সনাতন ধর্মাবলম্বীদের একটি বার্ষিক প্রকাশনা। প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে এই ঐতিহ্যবাহী প্রকাশনাটি প্রকাশিত হয়। সেই ধারাবাহিকতায় এ বছরের সংখ্যাটিও প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষের আশীর্বাণীসহ দেশের ধর্মীয় ব্যক্তিত্ব, লেখক, কবি-সাহিত্যিক এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তার প্রবন্ধ, নিবন্ধ, পূজার স্মৃতি ও গল্প-কবিতা রয়েছে প্রকাশনায়।

অগ্রণী ব্যাংক পূজা পরিষদ বাংলাদেশের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রকাশনা ‘মঙ্গলালোক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুম, ঢাকা, ৬ নভেম্বর। ছবি: লেখক
অগ্রণী ব্যাংক পূজা পরিষদ বাংলাদেশের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রকাশনা ‘মঙ্গলালোক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুম, ঢাকা, ৬ নভেম্বর। ছবি: লেখক

‘মঙ্গলালোক’ প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহম্মদ শামস-উল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালকেরাসহ বিভিন্ন স্তরের নির্বাহী ও কর্মকর্তারা। অনুষ্ঠানের বক্তব্য, আলোচনা শেষে ব্যাংক এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে শেষ হয় ‘মঙ্গলালোক’ প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান।