সিইউডিএস ডিবেট ফেস্ট ৮-৯ নভেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) ৮-৯ নভেম্বর এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে।

ওয়েল ফুড-সিইউডিএস প্রেজেন্টস ‘সিইউ ডিবেট ফেস্ট’ নামের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩২টি দল এবং ১২ জন বিচারকের অংশগ্রহণে ব্রিটিশ পার্লামেন্টারি ধারায় আয়োজন করা হবে এবারের বিতর্ক প্রতিযোগিতা।

চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রতিবছর বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এর মধ্যে আন্তবিশ্ববিদ্যালয় ও ক্লাবভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা উল্লেখযোগ্য। দেশের প্রতিটি জায়গায় যুক্তিভিত্তিক চিন্তাচেতনা পৌঁছে দেওয়াই এবারের আয়োজনের লক্ষ্য। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে হবে এবারের বিতর্ক প্রতিযোগিতা।

প্রথম দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদে শুরু হবে প্রতিযোগিতা। দ্বিতীয় দিন অর্থাৎ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বেলা সাড়ে তিনটায় প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

সিইউডিএসের মডারেটর এবং আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দীন আহমেদ এবং ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েদ সিরাজুল ইসলাম।

ডিবেট ফেস্টের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়েল ফুড। এই প্রতিযোগিতার প্রিন্ট মিডিয়া পার্টনার কালের কণ্ঠ ও ডেইলি সান, টেলিভিশন মিডিয়া পার্টনার মাছরাঙা, অনলাইন মিডিয়া পার্টনার বিডিনিউজ২৪.কম, রেডিও মিডিয়া পার্টনার এবিসি রেডিও, মিডিয়া পার্টনার চট্টগ্রাম সাংবাদিক সমিতি।

আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সিইউডিএসের সভাপতি হিমাদ্রি শেখর নাথ। যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন সিইউডিএসের যুগ্ম সম্পাদক ইন্তিসার বিন ইসমাইল এবং গবেষণা ও উন্নয়ন সম্পাদক নূর ইসলাম বিপ্লব।