সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু

প্রতিবছরের মতো এ বছরও রাজধানীতে শুরু হয়েছে আয়কর মেলা। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে শুরু হওয়া আয়কর মেলা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। রাজধানী ঢাকার পাশাপাশি বিভাগীয় শহরেও সপ্তাহব্যাপী এ মেলা হচ্ছে।

২০১০ সালে প্রথমবারের মতো দেশে মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর থেকে প্রতিবছরই এই মেলা আয়োজনের মধ্য দিয়ে এনবিআর করদাতা সংগ্রহে নামে, রিটার্ন জমা ও কর পরিশোধের সুযোগ করে দেয়। এখানে করসংক্রান্ত তথ্যও সরবরাহ করা হয়।

এবার সব বিভাগীয় ও জেলা শহরে এবং ১০০টির বেশি উপজেলায় আয়কর মেলার আয়োজন করা হয়েছে। এবারের আয়কর মেলায় করদাতাদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। এরপর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। তবে উপ-কর কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে।