চিলমারীতে সায়েন্স কার্নিভ্যাল অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারীতে প্রথমবারের মতো সায়েন্স কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক
কুড়িগ্রামের চিলমারীতে প্রথমবারের মতো সায়েন্স কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

কুড়িগ্রামের চিলমারীতে এই প্রথম সায়েন্স কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল আটটায় সায়েন্স কর্নারের উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী সায়েন্স কার্নিভ্যাল ২০১৯–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহ।

ফুলকলি মেরিট কেয়ার স্কুলে চিলমারী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রজেক্ট কেমেস্ট্রি সায়েন্স কার্নিভ্যালের উদ্যোগ গ্রহণ করে। কুড়িগ্রাম জেলায় প্রথম অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, ফুলকলি মেরিট কেয়ার স্কুলের পরিচালক মো. আবদুর রউফ সরকার, প্রজেক্ট কেমেস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর নাঈমুর রহমার নাঈম, চিলমারী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নাঈমুর রহমার নাঈম বলেন, ‘আমাদের এ কাজটি করার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড ও জাতীয় পর্যায়ে গণিত অলিম্পিয়াড হয়ে থাকলেও আমাদের এখানে কখনো এ ধরনের অলিম্পিয়াড সেশন বা কার্নিভ্যাল অনুষ্ঠিত হয়নি।’

অনুষ্ঠানে প্রশ্ন–উত্তর পর্ব শেষে ৪০ জন বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল স্থানীয় গণমাধ্যম রেডিও চিলমারী এফএম ৯৯.২০ ও সাপ্তাহিক যুগের খবর।

বশির আহমেদ: হেড অব নিউজ, রেডিও চিলমারী