ফুলবাড়ীতে কোটি টাকা মাদকদ্রব্য ধ্বংস

বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: লেখক
বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: লেখক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে কোটি টাকা মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, মাদক ধ্বংসকরণের অনুষ্ঠানটি মাদক নিরাময়ে বড় ধরনের ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে র‌্যাব সদস্য, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। ছবি: লেখক
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে র‌্যাব সদস্য, পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। ছবি: লেখক

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ এসজিপি। বিজিবি দিনাজপুর সেক্টর সদর দপ্তরের উপমহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন ভূঁইয়া পিবিজিএম, পিএসসি, জি+, বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান পিএসসি, দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ট রায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রাজিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুস সালাম চৌধুরী, প্রভাষক আবদুর কাদের রহমানী, শিক্ষার্থী নুসরাত জাহান, মোছা. রুকাইয়া প্রমুখ বক্তব্য দেন।

মো. শরীফ উল্লাহ আবেদ এসজিপি বলেন, ২৯ ব্যাটালিয়নের অধীন দায়িত্বপূর্ণ এলাকায় ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেন। বিজিবি দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের এলাকায় ২০১৮ সালের ২২ আগস্ট থেকে চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েক লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেন। আদালতের অনুমতিক্রমে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি উল্লিখিত জব্দকৃত মাদকদ্রব্যগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে র‌্যাব সদস্য, থানা–পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।