কুমিল্লায় এতিম ও দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধারিবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতিম ও দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মানুষ মানুষের জন্য নামের সংগঠন। ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধারিবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতিম ও দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মানুষ মানুষের জন্য নামের সংগঠন। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ এতিম ও দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে মানুষ মানুষের জন্য নামের একটি সংগঠন।

মানুষ মানুষের জন্যের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সোমবার দুপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি মো. সুমন সরকার জানান, ২০১৭ সালে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে এই সংগঠনের যাত্রা শুরু হয়। এই সংগঠনে মারুকা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র, প্রবাসী ও তরুণ উদ্যোক্তাদের সদস্য করা হয়েছে। তাঁরা সমাজের দারিদ্র্য বিমোচন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুকের বিরুদ্ধে কাজ করছেন। তারই অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মারুকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইদ্রিসসহ মানুষ মানুষের জন্য সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। গত জুনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ বিদ্যালয়ে দরিদ্র পরিবারের মধ্যে ভোগ্যপণ্য বিতরণ করেছিল মানুষ মানুষের জন্য সংগঠন।