বিজয় দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য প্রদান ময়ূরপঙ্খীর

মহান বিজয় দিবস উপলক্ষে ময়ূরপঙ্খী সুবিধাবঞ্ছিত ও পথশিশুদের মাঝে খাদ্য প্রদান কর্মসূচি পালন করেছে। ছবি: বিঞ্জপ্তি
মহান বিজয় দিবস উপলক্ষে ময়ূরপঙ্খী সুবিধাবঞ্ছিত ও পথশিশুদের মাঝে খাদ্য প্রদান কর্মসূচি পালন করেছে। ছবি: বিঞ্জপ্তি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও কুক–এর সহযোগিতায় ময়ূরপঙ্খী চাইল্ড ফিডিং প্রোগ্রামের আওতায় প্রায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে খাদ্য প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত বুধবার ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীতে ময়ূরপঙ্খী কার্যালয় ও সংলগ্ন উন্মুক্ত মাঠে এ অনুষ্ঠান হয়।

ময়ূরপঙ্খীর এক প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়, খাদ্য প্রদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপণ, যুব উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রমসহ নানামুখী সমাজসেবামূলক কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন করে যাচ্ছে সংস্থাটি।

ময়ূরপঙ্খী খাদ্য প্রদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপণ, যুব উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রমসহ নানামুখী সমাজসেবামূলক কর্মসূচি পালন করে। ছবি: বিঞ্জপ্তি
ময়ূরপঙ্খী খাদ্য প্রদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বৃক্ষরোপণ, যুব উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রমসহ নানামুখী সমাজসেবামূলক কর্মসূচি পালন করে। ছবি: বিঞ্জপ্তি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়ূরপঙ্খীর উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও সমাজসেবক ফিরোজ আলম সুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন। আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাথী খান, ভাইস চেয়ারম্যান মো. হৃদয় রহমান, সম্পাদক নাভিদ চৌধুরী, সদস্য রাকিব মোল্লা, জান্নাতুল জুন, জুনায়েদ সিদ্দিকী প্রমুখ।