গাজীপুরের ড্রিম স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য প্রতিষ্ঠিত গাজীপুরের নারায়ণকুল ড্রিম মডেল স্কুল অ্যান্ড কলেজে গতকাল মঙ্গলবার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে স্কুল প্রাঙ্গণে অভিভাবক সমাবেশও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্কুল প্রতিষ্ঠার পেছনে ত্যাগ এবং বাংলাদেশে কাটানো তাঁর সাত বছরের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ড্রিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাৎসুশি ফুরুসাওয়া। জাপানের ডায়েট সদস্য মিকি ওয়াতানাবে স্বপ্নপূরণের পথে ও টেকসই শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব, পরিচ্ছন্নতা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও উপহার হিসেবে বই প্রদান করেন।

ফলাফল ঘোষণার পর কৃতী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
ফলাফল ঘোষণার পর কৃতী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

মিকি ওয়াতানাবে তাঁর স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে তাঁর স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন। তাঁর বিশ্বাস এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের আদর্শ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলে নিজেদের নিয়োজিত করবে দেশসেবায় এবং মেলে ধরবে বিশ্ব মঞ্চে।