'অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ' শীর্ষক শোভাযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক
দিনাজপুরের নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

দিনাজপুরের নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ স্লোগানকে সামনে রেখে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা চত্বর হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট স্কুল মাঠে এসে শেষ হয়।

পরে মাঠে বঙ্গবন্ধুর বিভিন্ন স্থির চিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর বিভিন্ন স্থিরচিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: লেখক
বঙ্গবন্ধুর বিভিন্ন স্থিরচিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: লেখক

প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলার চেয়ারম্যান মো. আতাউর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার মো. শফিউল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম প্রমুখ।