দুখু মিয়ার বিশ্ববিদ্যালয়ে হুডি বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হুডি বিতরণ করে সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। ছবি: ফাহমিদ অর্ক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হুডি বিতরণ করে সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। ছবি: ফাহমিদ অর্ক

ব্রিটিশশাসিত ভারতের অখণ্ড বঙ্গভূমির বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্ম নিলেও কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। শৈশবে নজরুল আসানসোলের বখশ মিয়ার রুটির দোকানে ৫ টাকা মাইনের ময়দা মাখার কাজ করতেন। আসানসোলের সেই রুটির দোকানেই নজরুল ইসলামের সঙ্গে আলাপ-পরিচয় হয় পুলিশের কর্মকর্তা রফিজউদ্দিনের। নজরুল প্রতিভায় তিনি মুগ্ধ হন। রফিজউল্লাহর মাধ্যমে প্রথম ময়মনসিংহের ত্রিশালে আসেন নজরুল ইসলাম। জাতীয় কবির আগমনের ৯৩ বছর পর সেই ত্রিশালেই কবি স্মৃতিবিজড়িত নামাপাড়ার বটতলায় প্রতিষ্ঠা করা হয় কবির নামে বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

শৈশবে দুখু মিয়ার মতোই বিশ্ববিদ্যালয়সংলগ্ন খাবারের দোকানগুলোয় কাজ করতে হয় এ শতকের দুখু মিয়াদের। এবারের এই হাড়কাঁপানো শীতে এ যুগের দুখু মিয়াদের পাশে দাঁড়িয়েছে সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা। সম্প্রতি শীতার্ত শিশুদের মধ্যে হুডি বিতরণ করা হয়।

হাড়কাঁপানো শীতে সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা শীতার্ত শিশুদের মধ্যে হুডি বিতরণ করে। ছবি: ফাহমিদ অর্ক
হাড়কাঁপানো শীতে সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা শীতার্ত শিশুদের মধ্যে হুডি বিতরণ করে। ছবি: ফাহমিদ অর্ক

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দুখু মিয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবারের শীতে এ যুগের দুখু মিয়াদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস ছিল হুডি বিতরণ। তাঁরা সর্বাত্মক চেষ্টা করেছেন সমাজের অসহায় শীতার্ত মানুষদের মধ্যে খানিকটা উষ্ণতার পরশ বুলিয়ে দিতে। প্রাথমিকভাবে ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকানগুলোয় কর্মরত শিশুদের মধ্যে হুডি বিতরণ করেন তাঁরা। এ ছাড়া ক্যাম্পাসসংলগ্ন একটি মাদ্রাসার এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অলি উল্লাহ, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী উল্লাহ, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক রাকিবুল ইসলামসহ সংগঠনের সদস্যরা।