১ কোটি টাকার ক্ষতিপূরণ পেল ইউসেপ বাংলাদেশ

ইউসেপ বাংলাদেশকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকার চেক হস্তান্তর করেছে আইয়ান হোটেল এন্ড রিসোর্ট। গত ৭ জানুয়ারি ইউসেপ বাংলাদেশের কাছে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিন বিকেলে খুলনায় বাস্তুকল্প আর্কিটেক্ট লি. এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইয়ান হোটেল এন্ড রিসোর্ট এর মহাব্যবস্থাপক মুহম্মদ ফেরদৌস ভূঁইয়া ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভিন মাহমুদ, এফসিএ-এর কাছে এই চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশ এর ভাইস চেয়ারপারসন জে. এল. ভৌমিক, ইউসেপ বাংলাদেশ এর অ্যাসোসিয়েশনের সদস্য এ. কিউ. সিদ্দিকী, স্থপতি মোবাশ্বের হোসেন, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ।

আইয়ান হোটেল এন্ড রিসোর্টের নির্মাণকাজ করার সময়ে ইউসেপ বাংলাদেশ এর আঞ্চলিক অফিসের ভবন এবং খুলনা ইউসেপ টেকনিক্যাল স্কুলের ব্যাপক ক্ষতিসাধন হয়। এর ফলে দুপক্ষের এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউসেপ বাংলাদেশের খুলনা টেকনিক্যাল স্কুলের ৪ (চার) কোটি টাকার ক্ষতি সাধনের দাবির প্রেক্ষিতে দুই পক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত ও সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয় এবং সিদ্ধান্তক্রমে আইয়ান হোটেল এন্ড রিসোর্ট লি. ইউসেপ বাংলাদেশকে ক্ষতিপূরণ হিসেবে সর্বমোট ১ কোটি টাকার পে-অর্ডার প্রদান করে। বিজ্ঞপ্তি