হয়ে গেল আলোক শিক্ষালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আলোক শিক্ষালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনোরম সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: সংগৃহীত
আলোক শিক্ষালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনোরম সাংস্কৃতিক পরিবেশনা। ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হয়ে গেল আলোক শিক্ষালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল সোমবার এ অনুষ্ঠানে ছিল মনোরম সাংস্কৃতিক আয়োজনও।

আলোক শিক্ষালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুজিব বর্ষকে স্মরণ করে শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের গল্পগাথা, কবিতা, গান ও নৃত্যের উপস্থাপনা শ্রোতা দর্শককে মুগ্ধ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন আলোক শিক্ষালয়ের পরিচালক অধ্যাপক রাশেদা নাসরীন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন আলোক শিক্ষালয়ের পরিচালক অধ্যাপক রাশেদা নাসরীন। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক অধ্যাপক রাশেদা নাসরীন। সভাপতিত্ব করেন ড. কে এম ইকবাল। সংক্ষিপ্ত বক্তব্য দেন জাতিসংঘের সদ্য অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থনীতিবিদ ড. সেলিম জাহান, দ্বিভাষিক কবি ও লেখক শামীম আজাদ, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক শিক্ষাবিদ আনোয়ার আকাশ। এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ‘আগামী’ সংগঠনের স্কুলবিষয়ক পরিচালক প্রকৌশলী তানজীম আহসান।

আলোক শিক্ষালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে। ছবি: সংগৃহীত
আলোক শিক্ষালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরে। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোক শিক্ষালয়ের শুভার্থীজন প্রকৌশলী কাজী মো. শীশ, অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক রওনাক আরা, ড. কাজী তামান্না, প্রকৌশলী গোলাম রাব্বানী এবং আরও অনেকে।

এরপর মেধাভিত্তিক ও নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।