অভিযোগ পেয়ে সরকারি রাস্তায় দেয়াল নির্মাণ বন্ধ করল পুলিশ

সরকারি রাস্তা কেটে পাকা দেয়াল তোলার অভিযোগ উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে। ছবি: সংগৃহীত
সরকারি রাস্তা কেটে পাকা দেয়াল তোলার অভিযোগ উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে। ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নে হাজীপুর ঘনশ্যাম এলাকার সরকারি রাস্তা কেটে পাকা দেয়াল তোলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজীপুর ঘনশ্যাম এলাকার ওলিউর রহমান গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোলাপগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ পাওয়ার পরে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে।

ওলিউর রহমানের অভিযোগে উল্লেখ করা হয়, হাজীপুর ঘনশ্যাম এলাকার খালেদ আহমদ হক গতকাল সকাল নয়টার দিকে রাজমিস্ত্রি লাগিয়ে রাস্তা কেটে পাকা দেয়াল তোলার চেষ্টা করেন। এ সময় ওলিউর রহমানসহ এলাকার লোকজন রাস্তা কেটে দেয়াল তুলতে বাধা দেন। খালেদ আহমদ তাঁদের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া এ রাস্তা নিয়ে আদালতে একটি মামলা (মামলা নং-২৮/২০১৬ইং) চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

থানায় জমা দেওয়া অভিযোগের অনুলিপি। ছবি: সংগৃহীত
থানায় জমা দেওয়া অভিযোগের অনুলিপি। ছবি: সংগৃহীত

খালেদ আহমদ বলেন, নিজের জায়গা কেটে তিনি দেয়াল নির্মাণ করেছেন। দেয়াল নির্মাণের আগে উপজেলার একজন সার্ভেয়ার সীমানা নির্ধারণ করে দিয়েছেন। এর আলোকেই দেয়াল নির্মাণ করেছেন তিনি।

গোলাপগঞ্জের ইউএনও মামুনুর রহমান বলেন, গ্রামের রাস্তাটা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। উপজেলা প্রকৌশলীকে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে।