মাদারীপুরে বঙ্গবন্ধু স্মৃতি মেয়র কাপ ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন হয়েছিল মাদারীপুরে। ছবি: লেখক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন হয়েছিল মাদারীপুরে। ছবি: লেখক

মাদারীপুর পৌরসভার ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর পৌরসভা ব্যাডমিন্টন গ্রাউন্ডে ফাইনাল খেলায় এসএম ব্রাদার্স গ্রুপকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসার্স নাসির ট্রেডার্স। অন্যদিকে কলেজ রোড ক্রীড়াচক্র লাল দলকে ২-০ সেটে হারিয়ে নারী গ্রুপে চ্যাম্পিয়ন হয় কলেজ রোড ক্রীড়াচক্র সবুজ দল।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুরুষ দলকে ১৫ হাজার টাকা ও রানার্স আপ দলকে ১০ হাজার টাকা এবং নারী চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৭ হাজার টাকার চেক, শুভেচ্ছা স্মারক ও কাপ প্রদান করা হয়।

বঙ্গবন্ধু স্মৃতি মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নারী ও পুরুষ বিভাগে সেরা দলকে চেক, শুভেচ্ছা স্মারক ও কাপ প্রদান করা হয়। ছবি: লেখক
বঙ্গবন্ধু স্মৃতি মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নারী ও পুরুষ বিভাগে সেরা দলকে চেক, শুভেচ্ছা স্মারক ও কাপ প্রদান করা হয়। ছবি: লেখক

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান, পৌর সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস প্রমুখ।

গত ১ জানুয়ারি শুরু হওয়া এই খেলায় পুরুষ দলের ৪৮টি ও নারী দলের ১২টি দল অংশগ্রহণ করেছিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক আমীর বাবু।