জেসিআই বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ঢাকার একটি হোটেলে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

গত বছরের সাফল্য স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে জেসিআইয়ের সদস্যদের বেশ কয়েকটি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআইয়ের সভাপতি সারাহ কামাল।

অনুষ্ঠানে অংশ নেন জেসিআই জাপানের ভাইস প্রেসিডেন্ট ও কাজিওয়ারা, এশিয়া এস্টাবলিশমেন্টের চেয়ারম্যান টোমুকু হায়াশি, ভাইস চেয়ারম্যান তাশুগুউকি করাহাশি, জেসিআই হংকংয়ের ন্যাশনাল গ্লোবাল গোল ডিরেক্টর ইজগিন চং, ন্যাশনাল পাবলিকেশন ডিরেক্টর টিফনি লেউং, জেসিআই ইন্ডিয়ার অ্যাডভাইজার রবি শংকর, জেসিআই ইন্দোনেশিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট আলেকজান্ডার টিও প্রমুখ। বিজ্ঞপ্তি